সোহাগকে ঘিরে ধর্মীয় বিভ্রান্তি ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪/৭/২০২৫, ২:২৪:৫৭ PM

সোহাগকে ঘিরে ধর্মীয় বিভ্রান্তি ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নিহত ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লালচাঁদকে মুসলিম হয়েও ‘হিন্দু’ পরিচয়ে উপস্থাপন করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও ডব্লিউআইওএন তাদের প্রতিবেদনে ভুলভাবে তার পরিচয় তুলে ধরেছে বলে অভিযোগ উঠেছে।


বাস্তবতা হলো- সোহাগ ছিলেন একজন মুসলিম ব্যবসায়ী, যার পিতার নাম মো. আইয়ুব আলী, মাতার নাম আলেয়া বেগম এবং স্ত্রীর নাম লাকি বেগম। তার একমাত্র পুত্র সোহান ও কন্যা ফাতেমা।

রোববার (১৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস এ তথ্য জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতীয় মিডিয়ায় তার ধর্মীয় পরিচয়কে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তারা উল্লেখ করে, ভারতের কিছু সংবাদমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সোহাগকে হত্যা করা হয় মিটফোর্ডের সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে। গেলো ৯ জুলাই একদল সন্ত্রাসী তার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করে। মৃত্যুর পর তার নিথর দেহের ওপরও পাথর নিক্ষেপ করা হয়। এই নির্মম ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করে।

হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে সাতজনকে হেফাজতে নিয়েছে।

পরবর্তীতে নিহত সোহাগের মরদেহ তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বান্দরগাছিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মায়ের কবরের পাশে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, ভারতীয় সংবাদমাধ্যমগুলোর শিরোনামে সোহাগকে হিন্দু বলা হলেও, রিপোর্টে তার ধর্মীয় পরিচয় বা পারিবারিক পটভূমি সম্পর্কে কোনো তথ্য উপস্থাপন করা হয়নি।


সিটিজিপোস্ট/এমএইচএস

ক্যাটাগরি:
জাতীয়

জাতীয় ক্যাটাগরি থেকে আরো

ভারতীয় ভিসা সংকটে চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ের দিকে ঝুঁকছেন বাংলাদেশিরা

ভারতীয় ভিসা সংকটে চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ের দিকে ঝুঁকছেন বাংলাদেশিরা

১৪ জুলাই, ২০২৫

ঢাকা থেকে মাত্র সোয়া দুই ঘণ্টার ফ্লাইট দূরত্বে অবস্থিত চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এখন বাংলাদেশি রোগীদের চিকিৎসার নতুন গন্তব্য হয়ে উঠছে। ভারতীয় ভিসা জটিলতা ও সীমিত সুযোগের কারণে অনেক বাংলাদেশি রোগী এখন চিকিৎসার জন্য চীনকে বেছে নিচ্ছেন।উন্নত প...