চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী এলাকার ঐতিহ্যবাহী বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় এখন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আলোচনায়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রূপন কুমার পালের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। সহকর্মী শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, এমপিওভুক্তির জন্য ঘুষ দাবি এবং শিক্ষার্থীদের ছাড়পত্র প্রদানে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগসহ একাধিক অনিয়ম।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও অভিভাবকের অভিযোগ, রূপন কুমার পাল প্রধান শিক্ষক হওয়ার পর থেকেই নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের কর্মকাণ্ডে লিপ্ত। সহকারী শিক্ষকদের এমপিওভুক্তির জন্য তিনি প্রত্যেকের কাছ থেকে ৬০ হাজার টাকা করে দাবি করেন, পরে ৩৫ হাজার টাকা করে আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অর্থ বিদ্যালয়ের কোনো ফান্ডে জমা হয়নি।
এছাড়াও, শিক্ষার্থীদের ছাড়পত্র প্রদানের জন্য অতিরিক্ত ৫ হাজার টাকা করে আদায় করার অভিযোগও উঠেছে। নবম শ্রেণির ছাত্রী সামিয়া নিশাত বন্যা এবং সপ্তম শ্রেণির ছাত্রী প্রকৃতি দাশ– এদের অভিভাবকদের কাছ থেকেও এমন অর্থ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে সহকারী শিক্ষক আবদুল্লাহ আল রিদোয়ান, পাপিয়া সুলতানা ও পাপিয়া সিংহ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসীম উদ্দীনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা শিক্ষা অফিসারের কাছেও।
অভিযোগকারীদের দাবি, “দীর্ঘদিন ধরে এসব অনিয়ম বিভিন্ন দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসীম উদ্দীন জানান, “আমি কিছু অভিযোগের কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক রূপন কুমার পাল সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তবে বিদ্যালয়ের একাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য এবং আরও বহু দুর্নীতির ঘটনা রয়েছে, যা এখনও প্রকাশ পায়নি।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২২ জুলাই, ২০২৫
চট্টগ্রামে ছাত্রলীগের কথিত এক কর্মীকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।গত সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চকবাজার থানা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দফায় দফায় এই সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত । এই সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের ৩ ক...
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
চট্টগ্রামে ছাত্রলীগের কথিত এক কর্মীকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।গত সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চকবাজার থানা এলাকায় দুই পক্ষের মধ্যে...