বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন জাতীয় নির্বাচনের ‘টানেলে’ প্রবেশ করেছে। তাই দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের কাজির দেউরী এলাকায় নাসিমন ভবনের সামনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আমীর খসরু বলেন, “নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন আর বক্তব্য দিয়ে হবে না। প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় গিয়ে উঠান বৈঠক করতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে। আমরা যদি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তন চাই, তাহলে জনগণের ম্যান্ডেট নিতে হবে।”
তিনি বলেন, “আমরা ভেবেছিলাম শেখ হাসিনার বিদায়ের পর দেশে রাজনৈতিক সহনশীলতা আসবে। কিন্তু কিছু দল এখনো পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি আঁকড়ে ধরেছে। সেই সংস্কৃতি দেশের মানুষ আর চায় না। তারা চায় স্থিতিশীলতা, সংযম, উন্নয়ন।”
আমীর খসরু মন্তব্য করেন, “ঢাকায় বসে কিছু বিজ্ঞ লোক ভাবছে, তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু জনগণ ছাড়া কেউই সেই কাজ করতে পারে না। গণতন্ত্রে পরিবর্তন আসে জনসমর্থন ও ভোটের মাধ্যমে, তারেক রহমান সেই গণতান্ত্রিক পথেই বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন।”
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।
প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এছাড়া বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
২২ জুলাই, ২০২৫
কোনো ধরনের উসকানিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম সংগঠনের নেতা-কর্মীদের কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশনা দিয়েছেন।মঙ্গলবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।ফেসবুক স্ট্যাটাসে আব্দুল মোনায়েম লেখেন, “বাংলাদেশ...
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
কোনো ধরনের উসকানিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম সংগঠনের নেতা-কর্মীদের কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশনা দিয়েছেন।মঙ্গলবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্য...