চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের বহদ্দারহাটের কাঁচা বাজারের পেছনে মাছ বাজারের উপরে তৃতীয় তলায় সন্ত্রাসীদের আস্তানা ও তাদের গোপন টর্চার সেলের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় সেখানে টর্চার সেলের নানা আলামত, ইলেক্ট্রনিক শর্টের উপকরণ, সিসি ক্যামেরা, চাপাতি, বিপুল পরিমাণ মাদক, থানা থেকে লুণ্ঠিত বুলেট, দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সোমবার (২১ জুলাই) রাতে চান্দগাঁও থানা পুলিশ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে এই সন্ত্রাসী আস্তানাটি শনাক্ত করা হয়, যেখানে গোপন টর্চার সেলের সন্ধান পাওয়া যায়। এসময় অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম উরফে বুইস্যা এর সহযোগী বোরহান উদ্দীন সহ ১০ জন সন্ত্রাসীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বাকি সহযোগীরা হলেন, শাস্ত্র মজুমদার (২০), মোঃ আল আমিন (২৫), মোঃ মারুফ (১৮), মোঃ মিজানুর রহমান (৩২), মোঃ রোকন উদ্দিন (২৯), মোঃ অন্তর (২২), খড় পাল (২১), মোঃ রাহাত (১৮) এবং মোঃ ফরহাদ (২৪)।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সিএমপি কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার নগরীর চান্দগাঁও থানাধীন খতিবের হাট এলাকায় দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় আতঙ্কে আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পথচারীরা প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকে। এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে অস্ত্র হাতে কয়েকজন যুবককে মহড়া দিতে দেখা যায়। এর মধ্যে অস্ত্রধারী এক যুবক অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে গুলি করছে। আর কয়েকজন যুবক প্রতিপক্ষকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করতে দেখা যায়। তাদের কারো কারো মাথায় হেলমেট ও হাতে ধারালো অস্ত্র ছিল। এর কিছুক্ষণ পরেই চান্দগাঁও থানা পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়।
জানা গেছে, খতিবের হাট এলাকায় শীর্ষ সন্ত্রাসী বইশ্যা ও ইসমাইল হোসেন টেম্পু গ্রুপের মধ্যে দখলদারিত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
চান্দগাঁও থানা পুলিশের তথ্যমতে, সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইস্যা তার দলবল নিয়ে শোডাউনের মাধ্যমে প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে গুলি ছোঁড়ে। মূলত এই ঘটনার প্রেক্ষিতেই রাতে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দীন সিটিজিপোস্টকে বলেন, ‘বিকালে খতিবের হাটে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারীদের ধরতে আমরা অভিযান চালায়। গোপন খবরের ভিত্তিতে বহদ্দারহাটের কাঁচাবাজারের পেছনে মাছ বাজারের তৃতীয় তলায় সন্ত্রাসীদের আস্তানার সন্ধান পাই। সেখানে টর্চার সেলের আলামত সহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করি এবং ১০ জন সন্ত্রাসীকে গ্রেফতার করি।’
গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে কাঠের বাটযুক্ত স্টিলের চাইনিজ কুড়াল, তাজা পিস্তলের গুলি (KF 7.65), ১টি লাল রঙের ও ১টি হালকা সবুজ রঙের শর্টগানের কার্তুজ, প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের রামদা, কালো রঙের প্লাস্টিকের কভারযুক্ত স্টিলের তৈরি ধারালো ড্রেগার, কাঠের বাটযুক্ত চাকু, ১২টি ব্যবহৃত শর্টগানের কার্তুজ (যার মধ্যে ০৭টিতে '12', ০৪টিতে '12 GA RIO AMMO' এবং ০১টিতে '12 STARLING ITALY' লেখা আছে), ৯টি ব্যবহৃত পিস্তলের গুলির খোসা (KF 7.65), হেচকো ব্লেড, প্লাস্টিকের হাতলযুক্ত করাত আলামতসমূহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫টি প্লাস্টিকের বোতলে মোট ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৩৩০ মিলি ওজনের ১০টি HUNTER ব্র্যান্ডের বিয়ার ক্যান,কালো পলিথিনে রক্ষিত সাদা কাগজে প্যাকেটস্থ গাঁজা।
এছাড়া অন্যান্য সরঞ্জামাদির মধ্যে ছিল প্লাস্টিকের বাটযুক্ত র্যাত, ইলেকট্রিক শক মেশিন (Made in USA এবং 980000K Volt লেখা), মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ৫০০ পিস সাদা প্লাস্টিকের বায়ুরোধক জিপার, বিভিন্ন সাইজের মাদকদ্রব্য গাঁজা পুরিয়া করার কাজে ব্যবহৃত ২০০০ পিস খালি কাগজের প্যাকেট, মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি আরএফএল ব্র্যান্ডের ডিজিটাল ওজন মাপার মেশিন, ১টি কালো রঙের কাঁধ ব্যাগ, সবুজ রঙের গ্রিন পাওয়ার ব্র্যান্ডের হিটগান, বিভিন্ন সাইজের ০৩টি স্ক্রু ড্রাইভার ও ০৪টি প্লাস, টাকা গণনার মেশিন, ৫টি বিভিন্ন সাইজের কাঁচি ও ০১টি ক্লাইডিই রুপ।
চান্দগাঁও থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আধিপত্য কায়েম করে আসছিল। তাদের বিরুদ্ধে চান্দগাঁওসহ সিএমপির একাধিক থানায় মামলা রয়েছে। নগরে এ ধরনের সন্ত্রাসী আস্তানা কতদিন ধরে সক্রিয় ছিল এবং এদের পেছনে কারা রয়েছে, তা জানতে পুলিশ ও র্যাবের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
সিটিজি পোস্ট/ এসএমএফ
২২ জুলাই, ২০২৫
চট্টগ্রামে ছাত্রলীগের কথিত এক কর্মীকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।গত সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চকবাজার থানা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দফায় দফায় এই সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত । এই সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের ৩ ক...
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
চট্টগ্রামে ছাত্রলীগের কথিত এক কর্মীকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।গত সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চকবাজার থানা এলাকায় দুই পক্ষের মধ্যে...