বৈরী আবহাওয়ায় প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামা উপজেলায় ৭০ থেকে ৭৫টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুলাই) লামা উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন বলেন, “কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢালুতে অবস্থিত বিভিন্ন রিসোর্টে ধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তৈরি হয়েছে। ফলে মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন এলাকার ৭০ থেকে ৭৫টি রিসোর্ট আজ (১০ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।”
তিনি আরও জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় রিসোর্টগুলো খুলে দেওয়া হবে।
এদিকে বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গত ৭ জুলাই থেকে ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত বান্দরবানে ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, আগামী শুক্র ও শনিবার (১১ ও ১২ জুলাই) বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে। তবে আগামী রোববার (১৩ জুলাই) থেকে আবারও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
১৪ জুলাই, ২০২৫
বান্দরবানের চিম্বুক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন ম্রো নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ওয়াইজংশন এলাকার রাংলাই ম্রো পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওরকান ম্রো (৭১), রাওলেন ম্রো (৪০) এবং তুমলে ম্রো। তাঁরা সুয়ালক রেণিক্ষ্যং মৌজার হেডম্যান এবং সুয়ালক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাইলাই ম্রোর আত্মীয়।বা...
১৩ জুলাই, ২০২৫
১৩ জুলাই, ২০২৫
১১ জুলাই, ২০২৫
১০ জুলাই, ২০২৫
১৪ জুলাই, ২০২৫
বান্দরবানের চিম্বুক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন ম্রো নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ওয়াইজংশন এলাকার রাংলাই ম্রো পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওরকান ম্রো (৭১), রাওলেন ম্রো (৪০) এবং তুমলে ম্রো...