বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় ১১ বিজিবির অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট।
বিজিবি সূত্রে জানা যায়, ১ জুলাই থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত সীমান্ত এলাকায় ধারাবাহিক চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ১ লাখ ১৪ হাজার ৮৮০ প্যাকেট বার্মিজ সিগারেট জব্দ করা হয়। এগুলো মালিকবিহীন অবস্থায় পড়ে ছিল।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস জানান, “আমাদের সদস্যরা অতিবৃষ্টির মধ্যেও পাহাড়ি সীমান্তে চ্যালেঞ্জিং টহল পরিচালনা করেছে। মাদক ও চোরাচালান দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য কোটি টাকারও বেশি হবে এবং যথাযথ প্রক্রিয়ায় এগুলো ধ্বংস করা হবে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন নাগরিকরা বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, “বিজিবির কঠোর তৎপরতায় সীমান্ত এলাকা অনেকটাই নিরাপদ হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান আরও জোরদার হওয়া উচিত।”
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দীর্ঘদিন ধরে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে, যা জনসাধারণের মাঝে প্রশংসিত হয়েছে।
১৪ জুলাই, ২০২৫
বান্দরবানের চিম্বুক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন ম্রো নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ওয়াইজংশন এলাকার রাংলাই ম্রো পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওরকান ম্রো (৭১), রাওলেন ম্রো (৪০) এবং তুমলে ম্রো। তাঁরা সুয়ালক রেণিক্ষ্যং মৌজার হেডম্যান এবং সুয়ালক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাইলাই ম্রোর আত্মীয়।বা...
১৩ জুলাই, ২০২৫
১৩ জুলাই, ২০২৫
১১ জুলাই, ২০২৫
১০ জুলাই, ২০২৫
১৪ জুলাই, ২০২৫
বান্দরবানের চিম্বুক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন ম্রো নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ওয়াইজংশন এলাকার রাংলাই ম্রো পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওরকান ম্রো (৭১), রাওলেন ম্রো (৪০) এবং তুমলে ম্রো...