পাহাড়ে চোখ রাঙ্গাচ্ছে ম্যালেরিয়া; আক্রান্ত শিশু শিক্ষার্থীর মৃত্যু

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৩/৭/২০২৫, ৬:৪৫:৩৪ PM

পাহাড়ে চোখ রাঙ্গাচ্ছে ম্যালেরিয়া; আক্রান্ত শিশু শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামের এক স্কুল শিক্ষার্থী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর নাম সুদীপ্তা চাকমা (১১)। সে বন্দুকভাঙা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।


চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল সুদীপ্তা চাকমা। পরীক্ষা না করে স্থানীয় ও রাঙামাটি শহরের কয়েকজন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। শুধু সর্দি-জ্বরের ওষুধ খাওয়ানো হয়। পরে গত শুক্রবার বিকেলে স্থানীয় এক এনজিও কর্মীর মাধ্যমে রক্ত পরীক্ষা করানো হয়। এ সময় ম্যালেরিয়া ধরা পড়ে।

শনিবার সকালে সুদীপ্তার অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেলে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুদীপ্তার।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আসাবিক চিকিৎসক ডা: মো. শওকত আকবর খান বলেন, ‘আমরা মেয়েটির অবস্থা দেখে জরুরি ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবারে শেষ মুহুর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় মারা যায় সে।’

রাঙামাটি সিভিল সার্জন নূয়েন খীসা বলেন, ‘ম্যালেরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গম ও অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে মেয়েটি মারা গেছে। আমরা চিকিৎসা করার সুযোগ পাইনি। ২০১৬ সাল থেকে রাঙামাটিতে ম্যালেরিয়া শূন্য কোটায় নিয়ে আসা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর নতুন করে মৃত্যুর ঘটনা ঘটলো।’

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রাম ক্যাটাগরি থেকে আরো

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ম্রো নারীর মর্মান্তিক মৃত্যু

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ম্রো নারীর মর্মান্তিক মৃত্যু

১৪ জুলাই, ২০২৫

বান্দরবানের চিম্বুক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন ম্রো নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ওয়াইজংশন এলাকার রাংলাই ম্রো পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওরকান ম্রো (৭১), রাওলেন ম্রো (৪০) এবং তুমলে ম্রো...