চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীপন্থী নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব ঘটনা চলে।
বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে সংঘর্ষে ছাত্রশিবির ও জামায়াতের তিনজন নেতাকর্মী আহত হন। পরে রাতে স্থানীয় মোশাররফ আলী হাট এলাকায় মীমাংসার বৈঠকে বসলে পুনরায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহধর্মবিষয়ক সম্পাদক নয়নমণি, স্থানীয় ছাত্রদল কর্মী মো. তায়েব, এনামুল হক ও তানভীর হাসান, ছাত্রশিবিরের বাঁশখালী উত্তর শাখার সেক্রেটারি আজগর হোসাইন এবং জামায়াতকর্মী মো. রাকিব।
বাহারছড়া ইউনিয়ন জামায়াতের আমির হাসান আজাদ অভিযোগ করে বলেন, মাদরাসা ছুটির পর কোরআন ক্লাস চলাকালে ছাত্রদল আমাদের কর্মীর ওপর হামলা চালায়। রাতেও বৈঠকের সময় হামলা হয়, এতে আরও অন্তত ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।
অন্যদিকে বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক লোকমান আহমদ দাবি করেন, শিবিরের বৈঠকে বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিবির-জামায়াতের হামলায় আমাদের ৪-৫ জন আহত হয়েছেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিএনপি ও জামায়াতপন্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকত পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, পাট ও বস্ত্র, বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপদেষ্টা সৈকত ও নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্স ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে আনোয়ারা উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল আনোয়ারের উপস্থিতি লক্ষ্...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকত পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, পাট ও বস্ত্র, বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপদেষ্টা সৈকত ও নির্মাণাধীন পর্যট...