আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের গৃহবধূ আকলিমা আক্তার। অনেক বছর আগে তাঁর স্বামী মারা যান। স্বামীহারা এ নারীর সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো। এমন অসহায়ত্বের খবর পেয়ে স্বাবলম্বী করার লক্ষ্যে ওই নারীকে একটি সেলাই মেশিন দিয়েছে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার উত্তর ইছাখালী গ্রামে গিয়ে ওই অসহায় নারীকে সেলাই মেশিন তুলে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
এসময় ফাউন্ডেশন থেকে সেলাই মেশিন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে উপকারভোগী আকলিমা। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে এতদিন সন্তানদের নিয়ে বেঁচে আছি। নিজের কোনো উপার্জনের পথ ছিল না। আল্লাহর রহমতে এই সেলাই মেশিন পেয়ে আমি এখন কাজ শুরু করতে পারবো। ইনশাআল্লাহ, এর মাধ্যমে সংসার চালাতে এবং সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে সক্ষম হবো।’
আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ জানান, ‘স্বামীহারা এক নারীর অসহায়ত্বের খবর পেয়ে স্বাবলম্বী করার লক্ষ্য ফাউন্ডেশন থেকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। এটির মাধ্যমে কর্মসংস্থান করে সুন্দরভাবে সংসার চালাতে পারবে। ফাউন্ডেশন অসহায়দের পাশে সবসময় রয়েছে।’
সিটিজিপোস্ট/এসএমএফ
২৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকত পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, পাট ও বস্ত্র, বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপদেষ্টা সৈকত ও নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্স ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে আনোয়ারা উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল আনোয়ারের উপস্থিতি লক্ষ্...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকত পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, পাট ও বস্ত্র, বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপদেষ্টা সৈকত ও নির্মাণাধীন পর্যট...