চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকত পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, পাট ও বস্ত্র, বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপদেষ্টা সৈকত ও নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্স ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে আনোয়ারা উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল আনোয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয়দের মধ্যে।
কৃষকলীগ সভাপতি উপদেষ্টার পরিদর্শন কালে সৈকতের আশেপাশে দীর্ঘদিনের পানি সংকটের বিষয়টি উপদেষ্টার নজরে আনেন। পাশাপাশি জানান, সৈকতের প্রায় দুই কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এগুলো দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পুরো সৈকত ঝুঁকিতে পড়বে। তবে প্রশ্নের জন্ম দেয়, যার বিরুদ্ধে এতো অভিযোগ, তিনি উপদেষ্টাকে শোনাচ্ছেন সৈকতের ভাঙ্গন ও জনদুর্ভোগের কথা।
তবে, তার উপস্থিতিতে ক্ষুব্ধ রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে স্থানীয় জনসাধারণ। অভিযোগ রয়েছে, তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে প্রভাব খাটিয়ে সৈকত থেকে বালু উত্তোলন করে বিক্রি করতেন। ফলে সৈকত এলাকাজুড়ে অস্বাভাবিকভাবে ভাঙন দেখা দেয় এবং সৈকতের কূলে কাঁদামাটি এসে জমে যায়।
এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল আনোয়ারকে জিজ্ঞাসা করা হলে বলেন, “একজন স্থানীয় ব্যবসায়ী হিসেবে আমি সেখানে গিয়ে আমাদের দাবি দাওয়ার কথা জানিয়েছি। অন্য কোনো পরিচয় নিয়ে সেখানে যায়নি।”
তিনি আরও বলেন, “আমি কৃষকলীগের সভাপতি নই। আমি কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না।”
জানতে চাইলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ বলেন, "এই বিষয়ে আমি কিছু জানি না। আমি সেখানে যাইনি। সেখানে সিএমপি ও বন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গত এপ্রিল মাসের ১৬ তারিখ তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে আসেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন সভাপতি হিসেবে এনামুল হককে নিয়োগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। গুঞ্জন আছে, ধর্ম উপদেষ্টার সুপারিশে এনামুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে এনামুল হকের কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যা নিয়ে লোহাগাড়া জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিভ...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন সভাপতি হিসেবে এনামুল হককে নিয়োগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। গুঞ্জন আছে, ধর্ম উপদেষ্টার সুপারিশে এনামুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষত সামা...