অদম্য ইচ্ছাশক্তি আর নিরলস পরিশ্রমে স্কিপিংয়ে এই বিশ্বরেকর্ড গড়েন তিনি
প্রায় এক দশক আগে ছোট্ট এক স্বপ্ন বুকে লালন করেছিলেন চট্টগ্রামের তরুণ মোহাম্মদ কাইয়ুম—একদিন নিজের নাম লিখবেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। সময়ের স্রোতে একসময় হারিয়ে গিয়েছিল সেই স্বপ্ন, কিন্তু হার মানেননি তিনি। অবশেষে তাঁর অদম্য ইচ্ছাশক্তি আর নিরলস পরিশ্রমের ফলেই বাস্তবে রূপ পেয়েছে সেই কল্পনা। একসঙ্গে দু’টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনের মধ্য দিয়ে গর্বের সঙ্গে বিশ্বমঞ্চে নিজের নাম লিখিয়েছেন চট্টগ্রামের কাইয়ুম।
মোহাম্মদ কাইয়ুম এক সঙ্গে দুটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন। ২০২৪ সালের ১৭ আগস্ট চট্টগ্রামে তিনি গড়েন ৩০ সেকেন্ডে সর্বাধিক জাম্প রোপ সাউথপাউ ডাবল আন্ডার-এর রেকর্ড, যেখানে তিনি ৬৭টি জাম্প রোপ সফলভাবে সম্পন্ন করেন। এর ঠিক পরদিন, ১৮ আগস্ট একই স্থানে তিনি গড়েন আরেকটি রেকর্ড—৩০ সেকেন্ডে এক পায়ে সর্বাধিক জাম্প রোপ সাউথপাউ ডাবল আন্ডার, যেখানে তার সংখ্যা দাঁড়ায় ৬৫।
কাইয়ুমের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে। তিনি সৈয়দ আলমের ছেলে। বর্তমানে তিনি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন বিভাগে বিএসসিতে অনার্স করছেন। তিনি ২০১৯ সালে চট্টগ্রামের নাছিরাবাদ সরকারী স্কুল থেকে এসএসসি এবং ২০২১ সালে ঢাকার তেজগাঁওয়ের সরকারী বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
কাইয়ুমের বিশ্বরেকর্ড গড়ার পথটা মোটেও সহজ ছিল না। এই যাত্রায় তাকে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। পর্যাপ্ত অনুশীলনের জায়গা ছিলনা তাঁর। ছাদের উপর অনুশীলন করতে গিয়ে বাড়িওয়ালার আপত্তি, কখনও খালি পায়ে লুকিয়ে লুকিয়ে অনুশীলন—পদে পদে শত প্রতিবন্ধকতা ছিল তাঁর। তবুও হাল ছাড়েননি। কলেজের মাঠ, অডিটোরিয়াম—যেখানে সুযোগ মিলেছে, সেখানেই করেছেন নিরলস পরিশ্রম।
প্রথমবারের প্রচেষ্টা ব্যর্থ হলেও দমে যাননি তিনি। হাল না ছেড়ে কাইয়ুম চট্টগ্রামে ফিরে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন সাত সদস্যের এক অপরাজেয় দল “GWR TEAM”— দীপাঞ্জন বড়ুয়া, মো. আবির, মুন্তাসির মাহমুদ, শাহাদাত হোসেন, সাকিব ইবনে রশিদ, সাঈদ সালাম এবং কাইয়ুম।
কিন্তু এবারও বাধা এলো। অনুশীলনের অনুমতি পেতে বেশ বেগ পেতে হচ্ছিল। যখন সবকিছু প্রায় অনিশ্চিত, তখন তার বন্ধুরা বিশেষ করে আবির, ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তার স্বপ্নকে বাঁচিয়ে রাখে। এই সম্মিলিত প্রচেষ্টাই ছিল তার ঘুরে দাঁড়ানোর মূল শক্তি। নতুন উদ্যমে তারা আবার দুটি ভিন্ন ক্যাটাগরিতে রেকর্ডের জন্য প্রচেষ্টা চালায়, যা ছিল তাদের স্বপ্নের চূড়ান্ত পরীক্ষা।তাদের ঐকান্তিক প্রচেষ্টায় দ্বিতীয়বারের চেষ্টাতেই সফল হোন কাইয়ুম।
দীর্ঘ পাঁচ মাস অপেক্ষার পর অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত মেইল। গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় তাঁর দুটি বিশ্ব রেকর্ডকে—
১. মোস্ট জাম্প রুপ সাউথ পাউ ডাবল আন্ডার ইন ৩০ সেকেন্ড - ৬৭
২. মোস্ট জাম্প রুপ সাউথ পাউ ডাবল আন্ডার বাই ওয়ান লেগ ইন ৩০ সেকেন্ড - ৬৫
কাইয়ুমের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা
গিনেস রেকর্ড অর্জনের অনুভূতি জানাতে গিয়ে কাইয়ুম সিটিজিপোস্টকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আমার নাম ওঠা সত্যিই এক অবর্ণনীয় অনুভূতি। এটা শুধু আমার জন্য নয়, চট্টগ্রামবাসীর জন্যও এক গর্বের বিষয়।’
তাঁর দুটি বিশ্বরেকর্ডের একটি তিনি উৎসর্গ করেছেন বিশেষ ব্যক্তিত্ব ও আরেকটি উৎসর্গ করেছেন জুলাই অভ্যূত্থানের শহীদদের প্রতি।
তিনি জানান, ‘এক পায়ে স্কিপিংয়ের রেকর্ডটি আমি উৎসর্গ করেছিলাম আমার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রফেসর নরেন্দ্র গৌর স্যারকে। তিনি আমাকে উৎসাহ ও আত্মবিশ্বাস জুগিয়েছেন। তাঁর সহযোগিতায়, আমি প্রথম গিনেস রেকর্ড করার সাহস টুকু পেয়েছিলাম।’
‘আর অন্য রেকর্ডটি আমি উৎসর্গ করেছিলাম গত বছর জুলাই অভ্যূত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার প্রতি। যেহেতু রেকর্ডগুলো করেছিলাম গত বছর আগস্টে, তাই সেসময় জুলাইয়ে শহীদ হওয়া শিক্ষার্থীদের কথা মনে রেখে তাঁদের প্রতিই এই উৎসর্গ।’
কেন স্কিপিংকে বেছে নিয়েছিলেন কাইয়ুম?
কেন স্কিপিংকে বেছে নিয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্কিপিং আমার কাছে শুধু খেলা নয়, এটা আমার নেশা। আমি এটাকে ভীষণ উপভোগ করতাম। গতি, শক্তি আর ধৈর্যের সমন্বয়ে এখানে নতুন কিছু করার সুযোগ আছে। আমি সবসময় ভেবেছি, এমন একটি ক্ষেত্র দরকার যেখানে বাংলাদেশ ও চট্টগ্রামের নামকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায়। সেই জায়গাটা আমি স্কিপিংয়ে খুঁজে পেয়েছি।’
বিশ্বরেকর্ড গড়া কাইয়ুমের ভবিষ্যৎ পরিকল্পনা
ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে কাইয়ুম বলেন—
‘এই অর্জন আমার শেষ লক্ষ্য নয়, বরং শুরু। ইনশাআল্লাহ, সামনে এশিয়ান ও ওয়ার্ল্ড জাম্প রোপ চ্যাম্পিয়নশিপে খেলার পরিকল্পনা আছে। আমি নিজেকে সেভাবে প্রস্তুত করছি। যদিও এখনো আমাদের দেশ থেকে সে সুযোগ হয়ে ওঠেনি, তারপরও আশা করি একদিন বাংলাদেশ থেকেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নসশীপে খেলার সু্যোগ পাবো।
‘পাশাপাশি আমি চাই, আমাদের দেশের নতুন প্রজন্মও যেন স্কিপিংকে গুরুত্ব দেয়। এটা শুধু খেলা নয়, ফিটনেস ও ডিসিপ্লিন তৈরির অসাধারণ মাধ্যম। ভবিষ্যতে আমি চাই বাংলাদেশকে আরও বড় পরিসরে রিপ্রেজেন্ট করতে, যাতে বিশ্ব জানে—আমাদের তরুণরাও অনেক কিছু করতে সক্ষম।’—যোগ করেন কাইয়ুম।
২৭ আগস্ট, ২০২৫
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরে বুধবার (২৭ আগস্ট) অনধিকার প্রবেশের চেষ্টা করায় তিনজনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। পরে তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হয়।বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরা করার সময় মো. মাহফুজ শেখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিদেশগামী জাহাজে অবৈ...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরে বুধবার (২৭ আগস্ট) অনধিকার প্রবেশের চেষ্টা করায় তিনজনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। পরে তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হয়।বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘ...