বুয়েট শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার এবং প্রকৌশলীদের অধিকার রক্ষায় তিন দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে চুয়েট শিক্ষার্থীরা নানা বাধা পেরিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।
জানা যায়, গতকাল (২৬ আগস্ট) রাত আটটা থেকে চুয়েট শিক্ষার্থীরা বাসের জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোন সহযোগিতা পাননি। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘উপরমহল’ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কোন সহায়তা না করা হয়।
অবশেষে প্রাক্তন শিক্ষার্থীদের অর্থ সহায়তায় বাস ভাড়া করার চেষ্টা করলেও অধিকাংশ বাস মালিক রহস্যজনকভাবে শিক্ষার্থীদের বহন করতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে মাত্র ৩০ জন শিক্ষার্থীর জন্য বাসের ব্যবস্থা করা সম্ভব হয়, বাকিরা ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদিল রায়হান বলেন, “আমরা অনেক জায়গায় বাস ঠিক করার পরও শুনতে পেয়ে যে চুয়েট শিক্ষার্থী যাবে, তখনই বাস মালিকরা মানা করে দেন। এতে আমাদের যাত্রা আরও কঠিন হয়ে ওঠে।”
এ বিষয়ে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “দূরপাল্লার যাত্রার জন্য চুয়েট বাস দেওয়া যৌক্তিক নয়। তাই শিক্ষার্থীদের বাস দেওয়া হয়নি। এটি ছাত্রকল্যাণ অধিদপ্তর ও যানবাহন শাখার সিদ্ধান্ত।”
উল্লেখ্য, গতকাল রাত ৮টায় শাহবাগ থেকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনকারীরা। আজ সকাল ১০টা থেকে শাহবাগে সমাবেশ শুরু হয়, যেখানে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
২৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন সভাপতি হিসেবে এনামুল হককে নিয়োগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। গুঞ্জন আছে, ধর্ম উপদেষ্টার সুপারিশে এনামুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে এনামুল হকের কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যা নিয়ে লোহাগাড়া জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিভ...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন সভাপতি হিসেবে এনামুল হককে নিয়োগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। গুঞ্জন আছে, ধর্ম উপদেষ্টার সুপারিশে এনামুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষত সামা...