রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল ও মোমবাতির আলোয় চলছে চিকিৎসা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৩/৭/২০২৫, ১১:৪৩:০৭ AM

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল ও মোমবাতির আলোয় চলছে চিকিৎসা

শনিবার (১২ জুলাই) দুপুরের পর বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়। এতে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। উপজেলার কোথাও কোথাও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সচল থাকলেও অধিকাংশ এলাকাজুড়ে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ ছিলো না৷ এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকাল সাড়ে ৩টা থেকে টানা বিদ্যুৎ ছিলো না। এতে হাসপাতালে আসা রোগীদের সেবা পেতে এবং ভর্তী রোগীদের তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। মোবাইল ও মোমবাতির আলোয় চিকিৎসা দিতে দেখা গেছে চিকিৎসকদের।


এদিন রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের জরুরী বিভাগে অন্ধকারে রোগীদের ভীড়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা মোমবাতি ও মোবাইলের আলোতে চিকিৎসা সেবা দিচ্ছেন। বিকাল ৪টার পর থেকে বিদ্যুৎ ছিলো না বলে জানান কর্তব্যরতরা। এসময় থেকেই হাসপাতালের জরুরী বিভাগে আসা শতাধিক রোগীকে এভাবেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান তারা। এরমধ্যে নেবুলাইজার সেবা দেওয়া সম্ভব হয়নি জরুরি বিভাগে। সবচেয়ে বেশি ভোগান্তি দেখা গেছে হাসপাতালের উপরের ফ্লোরের ভর্তী রোগীদের। সেখানে অন্ধকারে মশার কামড়ে অতিষ্ট রোগীদের তীব্র গরমে হাঁসফাঁস করতে দেখা গেছে। কেউ মোমবাতি জ্বালিয়ে কেউবা আবার মোবাইলের আলোতে ভর্তী রোগীদের হাতপাকা দিয়ে বাতাস করতে দেখা গেছে।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুমি দাশ জানান, বিকাল ৪টা থেকে বিদ্যুৎ নেই। সংশ্লিষ্টদের ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না। অন্ধকারে সাপেকাটা, বজ্রপাতে আহত জরুরী সেবার রোগীসহ বিভিন্ন বয়সী সেবাপ্রার্থীর প্রচুর চাপ ছিলো। তাদের অন্ধকারে মোমবাতি ও মোবাইলের আলো জ্বালিয়ে সেবা দেয়া হচ্ছে। বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শতাধিক রোগীদের এভাবেই চিকিৎসা দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

সরফভাটা রূপনগর গ্রাম থেকে হাসপাতালের দ্বিতীয় তলায় ডেলিভারি সেবা নিতে এসেছেন বিলকিস আক্তার নামে এক রোগী। অন্ধকারে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেবা না পেয়ে ফিরে গেছেন তিনিসহ স্বজনরা।

সরফভাটা ৮নং ওয়ার্ড থেকে নিজের ছোটভাইকে নিয়ে এসেছে হুমাইরা আক্তার নামে এক নারী৷ তার ছোট ভাই সাইমন রহমান ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তী রয়েছেন। জরুরী নেবুলাইজার দেয়া প্রয়োজন। কিন্তু দীর্ঘ ৬-৭ ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম সমস্যা হচ্ছে তার। হাসপাতালের বেডে দেড় বছর বয়সী ছোটভাইকে বাতাস করতে দেখা গেছে তাকে।

পৌরসভার ৬নং ওয়ার্ড কাউছার নগর থেকে পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তী ছিলেন  এসেছেন জফুর আলম নামে এক রোগী। তার শরীরে স্যালাইন চলছে। একদিকে চরম পেটব্যাথা অন্যদিকে তীব্র গরমে অতিষ্ট হয়ে ওঠেছেন তিনি। তার স্বজনদের হাতপাকার বাতাস দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছেন।

হাসপাতালের পাশে বাড়ি আবদুর রহমান নামের এক ব্যক্তির। তিনি জানান, হাসপাতালে একটি জেনেরেটর রয়েছে। কিন্তু তেল ও পরিচালনার লোকবলের বরাদ্দের অভাবে তা সচল নেই দীর্ঘ বছর। এভাবে পড়ে থাকতে থাকতে তা অনেকটা বিকল হয়ে গেছে বলে জানান তিনি।

এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা মুঠোফোনে জানান, বিদ্যুৎ না থাকলে ভোগান্তির অন্ত থাকে না। এমনিতেই বাড়তি রোগীর চাপ। তার উপর বিদ্যুৎ না থাকলে চিকিৎসা সেবা দিতে চরম বেগ পেতে হয়। শনিবার বিকাল থেকেই বিদ্যুৎ ছিলো না। হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও এই ব্যাপারে দায়িত্বশীলদের তিনি ফোন দিলেও কোন সদুত্তর দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে হাসপাতালের জেনেরেটরটা সচল করতে প্রকৌশলীদের সাথে কথা বলেছেন বলে তিনি জানান।

বিদ্যুৎ না থাকার ব্যাপারে জানতে পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া জোনাল অফিসে কর্মরত ডিজিএম ভজন কুমার বর্মনকে ফোন দেয়া হলে নেটওয়ার্ক সমস্যায় কথা বুঝা যাচ্ছে না জানিয়ে লাইন কেটে দেন।

ক্যাটাগরি:
চট্টগ্রাম

চট্টগ্রাম ক্যাটাগরি থেকে আরো

রাজনৈতিক নিয়োগের দায়ে সিভাসুর তিন কর্মকর্তার পদাবনতি

রাজনৈতিক নিয়োগের দায়ে সিভাসুর তিন কর্মকর্তার পদাবনতি

১৪ জুলাই, ২০২৫

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অবৈধ নিয়োগের অভিযোগে তিন কর্মকর্তাকে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে...