রাঙ্গুনিয়ায় মাতব্বর টেলিকম এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী বখতিয়ার হোসেন মাতব্বরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার( ২ অক্টোবর) সন্ধা ৭টায় রানিরহাট বাজার ব্যবসায়ী সমিতির স্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রানিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে রানীরহাট বাজারের ব্যবসায়ী ও উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার হোসেন মাতব্বরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয় । সংবাদ সম্মেলনে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
গত ৮ জুলাই গভীররাত তিনটায় উপজেলার লালানগর কালাগাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের জন্য রাখা আনুমানিক ৩২০০ (তিন হাজার দুইশত) কেজি লোহা চুরি হয়।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজানগর ৯নং ওয়ার্ড হালিমপুর ঘাগরাকুল থেকে গত তিনদিন পূর্বে চোরাইকৃত লোহা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
উক্ত ঘটনায় কিছু দুষ্কৃতকারীর নাম উঠে আসলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বখতিয়ারের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে বখতিয়ার অভিযোগ করে বলেন, "আমার নাম ঘিরে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিছু স্বার্থন্বেষী মহল সামাজিকভাবে আমার মর্যাদাহানি করতে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছে। তাতে আমার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।" তিনি প্রকৃত অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি প্রকৃত চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, রাজানগর ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম সওদাগর, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, রাজানগর বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদল নেতা ইউছুপ সাগর ও রাজানগর যুবদলের সভাপতি আবু মনছুর প্রমুখ।
সিটিজিপোস্ট/জাউ