চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদা দাবির জেরে স্থানীয়দের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম ও জুবায়ের আহমেদ জিহান আহত হন। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন সহপাঠীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরেস্ট্রি বিভাগের কয়েকজন শিক্ষার্থী স্টেশনের পাশে একটি খাবারের দোকান ভাড়া নেন। কয়েক দিন আগে স্থানীয়রা তাদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। শিক্ষার্থীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শুক্রবার সকালে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
আহত শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, "আমাদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। আমরা দিতে রাজি না হওয়ায় আজ সকালে হামলা হয়েছে। পুলিশ উপস্থিত ছিল, কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি।"
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দিয়েছে। প্রক্টরিয়াল বডি আসার পর বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার বলেন, "শিক্ষার্থীদের ওপর হামলার খবর পেয়েছি। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করার চেষ্টা চলছে।"
সিটিজি পোস্ট/এইচএস
১০ আগস্ট, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ সদস্যের চট্টগ্রাম মহানগর সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি কার্যক্রম চালাবে।এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এই কমিটি অনুমোদন দেন।কমিটিতে প...
৯ আগস্ট, ২০২৫
৯ আগস্ট, ২০২৫
৯ আগস্ট, ২০২৫
৮ আগস্ট, ২০২৫
৮ আগস্ট, ২০২৫
১০ আগস্ট, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ সদস্যের চট্টগ্রাম মহানগর সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি কার্যক্রম চালাবে।এনসিপির...