রাঙামাটির কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত থেকে রবিবার (১৭ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের পূর্ব পাড়া নবগ্রামের মো. ইলিয়াস মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৪), একই এলাকার মো. বদি আলমের ছেলে মো. রাকিব (২২) এবং চন্দ্রঘোনা ইউনিয়নের ফেরিঘাট আমতলী এলাকার মো. হানিফের ছেলে মো. শহিদ প্রকাশ শ্রাবণ (১৮)।
কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, "রাঙ্গুনিয়ার বনগ্রাম, নবগ্রাম ও ফেরিঘাট আমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"
এর আগে, শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের একদল যুবক লাঠিসোটা নিয়ে হাসপাতালের গাড়ি ও ফার্মেসি ভাঙচুর করে।
সিটিজি পোস্ট/এআই
৩০ সেপ্টেম্বর, ২০২৫
খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষের ঘটনার তদন্তে জেলা প্রশাসন ৫ সদস্যের কমিটি গঠন করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এই তথ্য জানান।ডিসি জানান, আন্দোলনরতদের ৮টি দাবীর মধ্যে ৭টির সমাধানের জন্য কাজ চলছে। অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে...
৩০ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষের ঘটনার তদন্তে জেলা প্রশাসন ৫ সদস্যের কমিটি গঠন করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এই তথ্য জানান।ডিসি জানান, আন্দোলনরতদের ৮টি দাবীর মধ্যে ৭টি...