বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন ১১ সদস্য বিশিষ্ট এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আনোয়ারার হুমায়ুন কবির চৌধুরী আনছার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এ্যাডহক কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদের প্রশাসক। ভাইস চেয়ারম্যান হয়েছেন মো. মনিরুর ইসলাম ইউসুফ এবং মহসিন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী।
কমিটির অন্য সদস্যরা হলেন: নাজমুল মোস্তাফা আমিন, ডাঃ তাসলিম চৌধুরী, অ্যাডভোকেট আবু তাহের চৌধুরী, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, আসিফ চৌধুরী, মোঃ আমির হোসেন জুয়েল ও অ্যাডভোকেট জসিম উদ্দিন হিমেল।
মোঃ হুমায়ুন কবির চৌধুরী আনছার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক। এছাড়া তিনি বরুমচড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে Bangladesh Red Crescent Society Order, 1973 (President’s Order No. 26 of 1973) এর 9B(1) ধারার ক্ষমতাবলে ২৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন মাস মেয়াদের জন্য এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
একমাত্র মেয়াদ শেষ হওয়ার পূর্বে (২৩ ডিসেম্বরের আগে) সোসাইটির গঠনতন্ত্রের Article 9B(3) অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে, যার মেয়াদ Article 9B(4) অনুযায়ী প্রযোজ্য হবে।
সিটিজি পোস্ট /এমসি
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আট দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করে প্যানেলটি।উক্ত সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাজ্জাদ হো...
৮ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আট দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করে ...