চাকসু নির্বাচনে ছাত্রদলের ৮ দফা ইশতেহার

সিটিজি পোস্ট প্রতিবেদক

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ অক্টোবর, ২০২৫

চাকসু নির্বাচনে ছাত্রদলের ৮ দফা ইশতেহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আট দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল।

বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করে প্যানেলটি।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়।

উক্ত প্যানেলের ইশতেহারে ৮ দফা নিম্নরুপ:

১. বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণামুখী করা

২. মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা ৩. নিরাপদ ও আইনি সহায়তা নিশ্চিত করা

৪. নারীবান্ধব ক্যাম্পাস গড়া

৫. পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন ও সম্প্রসারণ

৬. মানসম্মত স্বাস্থ্যসেবা,

৭. সাহিত্য-সংস্কৃতি ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রম সমৃদ্ধকরণ

৮. ক্যারিয়ার গঠনে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা

ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘‘আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করব। প্রয়োজনে দলের বাইরে গিয়ে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করব। আমরা কখনো লেজুড়বৃত্তি রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না। বিশেষ করে নিরাপদ ক্যাম্পাস গঠনে বদ্ধপরিকর।’’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দিন নাছির, যুগ্ম-সম্পাদক মো. কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ, চবি শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন, শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী শাফায়াত হোসেন ও এজিএস পদপ্রার্থী আইয়ুবুর রহমান তৌফিকসহ অন্যরাও।

প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে প্রার্থী রয়েছেন ৯০৮ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন এবং হোস্টেল সংসদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ভোটার রয়েছেন ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
ক্যাম্পাসচট্টগ্রাম