চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ৩৩ দফা ইশতেহার ঘোষণা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। ১২ মাসে ৩৩ টি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে প্যানেলটি।
বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়ায়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজিবী চত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি।
৩৩ টি ইশতেহারের মধ্যে ৯টি ইশতেহারকে ফোকাস পয়েন্টে রেখেছে তারা। সেগুলো হল : আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট, অটোমেশন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার, নারীবান্ধব ক্যাম্পাস, ওয়েলফেয়ার কার্যক্রম।
এছাড়া ছাত্রশিবিরের সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ৩৩ দফা ইশতেহারের মধ্যে রয়েছে: ১। আবাসন সংকট নিরসন ও উন্নয়ন ২। শাটলের সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন ৩। নিরাপদ বাস সার্ভিস ৪। সুলভ মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ৫।সেশনজট নিরসন করা ৬।কটেজ বা মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধা ৭। নিয়মিত চাকসু নির্বাচন ৮। ফ্যাসিবাদের দোষর মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ ৯। মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আকাঙ্খা ধারণ ১০। মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমরুম ১১। যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ ১২। শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ ১৩। গবেষনায় উৎসাহ ও বরাদ্দ বৃদ্ধি ১৪। শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি ১৫। মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ১৬। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সেবা ১৭। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ ১৮। গ্রিন ক্যাম্পাস ১৯। নারীবান্ধব ক্যাম্পাস ২০। হল ও ফ্যাকাল্টি ভিত্তিক সমস্যা সমাধান ২১। প্রেয়ার রুম উন্নয়ন ২২। সাহিত্য ও সংস্কৃতি চার্চার বিকাশ ২৩। সকল জাতিগোষ্ঠীর অধিকার ২৪। অটোমেশন পদ্ধতি চালুকরণ ২৫। উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট ২৬। প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাবৃত্তি ২৭। টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ ২৮। শরীরচর্চার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি ২৯। লিগ্যাল এইড সেল গঠন ৩০। অফিসিয়াল ই মেইলের সহজলভ্যতা ৩১। এলামনাইদের সাথে সমন্বয় ৩২। মেন্টাল হেলথ কাউন্সিল ৩৩। অন ক্যাম্পাস জব।
ইব্রাহিম হোসেন রনি বলেন, শিক্ষার্থীরা যদি আমাদের নির্বাচিত করে তাহলে আমাদের ইশতেহারের বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব। এক্ষেত্রে নয়টি ফোকাস পয়েন্ট সর্বোচ্চ গুরুত্ব পাবে।
সিটজিপেস্ট/জাউ




