প্রবারণার ফানুসে লেখা ফ্রী প্যালেস্টাইন

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৬ অক্টোবর, ২০২৫

প্রবারণার ফানুসে লেখা ফ্রী প্যালেস্টাইন

দখলদার ইসরাইলি বাহিনীর জুলম থেকে স্বধীন ফিলিস্তিন গঠনের আহবান জানিয়ে কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারে উড়ানো হলো ফানুস।

আজ সোমবার (০৬ অক্টোবর ) কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা বিহারের ঐতিহ্যবাহী প্রবারণার ফানুস উৎসবে এবার দেখা গেল এক অনন্য দৃশ্য। আকাশে ভেসে ভেড়ানো রঙিন ফানুসের উপর লেখা হয়েছে -“#FreePalestine” ও “#StopGenocide”।

শান্তি ও মানবতার বার্তা নিয়ে এ ফানুসগুলো মুহূর্তেই সবার নজর কাড়ে। উৎসবে উপস্থিত মানুষদের অনেকেই জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

যুদ্ধবিদ্ধস্ত গাজা ও নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রতীকী বার্তাই যেন ছড়িয়ে গেল রামুর আকাশে। এর আগওে প্রবারণার অনুষ্ঠানে শান্তি, ভালোবাসা ও মানবতার আহ্বান জানিয়ে ফানুস উড়ানোর দৃশ্য দেখা গিয়েছিল।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
কক্সবাজার