সন্দ্বীপে দেশীয় বন্দুক-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৯/৭/২০২৫, ৮:৩৬:৫৬ PM

সন্দ্বীপে দেশীয় বন্দুক-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সন্দ্বীপে যৌথবাহিনীর অভিযানে মো. শাহীন নামে ছাত্রদলের এক নেতাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি একনলা দেশীয় বন্দুক, পাঁচটি কার্তুজ ও চারটি চাপাতি।


মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সন্দ্বীপ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন ভূঁইয়া বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ডিউটির সময় সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানতে পারেন, নৌবাহিনী শাহীন নামে একজনকে আটক করেছে, যার কাছে অস্ত্র রয়েছে। এরপর পুলিশ সদস্যরা যৌথ অভিযানে গিয়ে স্থানীয় হেলাল উদ্দিনের ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কালাপানিয়া ইউনিয়নে নতুন জেগে উঠা চরের দখল নিয়ে বিরোধের জেরে শাহীন প্রকাশ্যে গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরই যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, গ্রেপ্তার শাহীনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তরঅপরাধ

চট্টগ্রাম উত্তর ক্যাটাগরি থেকে আরো

রাঙ্গুনিয়ায় তীব্র ঝড়ে ধসে পড়েছে ৫টি ঘর, উপড়ে পড়েছে গাছ, বিধ্বস্ত হয়েছে সড়ক

রাঙ্গুনিয়ায় তীব্র ঝড়ে ধসে পড়েছে ৫টি ঘর, উপড়ে পড়েছে গাছ, বিধ্বস্ত হয়েছে সড়ক

১০ জুলাই, ২০২৫

রাঙ্গুনিয়ায় তীব্র ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ভারী বৃষ্টি ও ধমকা বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ধসে পড়েছে ৫টি বসতঘর এবং বিভিন্ন স্থানে সড়ক ধসের খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে একাধিক জনগু...