বৈঠকের টেবিলে রক্ত, জমি বিরোধে ভাগিনার ছুরিতে মামা নিহত

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৯/৭/২০২৫, ৭:৫০:০৩ PM

বৈঠকের টেবিলে রক্ত, জমি বিরোধে ভাগিনার ছুরিতে মামা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে বৈঠকের সময় ভাগিনার ছুরিকাঘাতে মামা হারুন অর রশিদ (৪৫) নিহত হয়েছেন।


বুধবার (৯ জুলাই) বিকেলে মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারুন সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী এবং দুই সন্তানের বাবা। অভিযুক্ত ভাগিনা শাহীন আলম ঘটনার পরপরই পালিয়ে যায়।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধ মীমাংসার বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে শাহীন তার মামার বুকে ছুরি মারে। তাকে আটক করতে অভিযান চলছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশের তিনটি দল অভিযুক্তকে ধরতে অভিযানে নেমেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তরঅপরাধ

চট্টগ্রাম উত্তর ক্যাটাগরি থেকে আরো

রাঙ্গুনিয়ায় তীব্র ঝড়ে ধসে পড়েছে ৫টি ঘর, উপড়ে পড়েছে গাছ, বিধ্বস্ত হয়েছে সড়ক

রাঙ্গুনিয়ায় তীব্র ঝড়ে ধসে পড়েছে ৫টি ঘর, উপড়ে পড়েছে গাছ, বিধ্বস্ত হয়েছে সড়ক

১০ জুলাই, ২০২৫

রাঙ্গুনিয়ায় তীব্র ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ভারী বৃষ্টি ও ধমকা বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ধসে পড়েছে ৫টি বসতঘর এবং বিভিন্ন স্থানে সড়ক ধসের খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে একাধিক জনগু...