কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ভেসে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরও এক নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ। বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের সমিতিপাড়া এলাকা থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আসিফ আহমেদের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী।
এর আগে মঙ্গলবার সকালে কক্সবাজারের হিমছড়ি জাদুঘর এলাকায় সমুদ্রস্নানে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী কে এম সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ।
তাদের সাথে ছিলেন আরও দুই সহপাঠী ফারহান ও রিয়াদ। ওইদিনই সাবাবের মরদেহ উদ্ধার করা হয়।
সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল জানান, সাবাবের লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। আর বুধবার সকালে হিমছড়ি সৈকতের সমিতিপাড়া অংশে ভেসে উঠে আসিফের মরদেহ।
এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানা যায়, পরীক্ষার পর ঘুরতে গিয়ে কক্সবাজারে যান পাঁচ শিক্ষার্থী। তারা সবাই শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। সোমবার রাতে হিমছড়িতে অবস্থানের পর মঙ্গলবার ভোরে সাড়ে ৫টার দিকে সৈকতে নামেন তারা।
সহপাঠী ফারহান বলেন, “শুরুতে কেউই নামতে চায়নি। সাবাব প্রথমে নামলে তার দেখাদেখি আসিফ আর অরিত্রও নামে। প্রথমে ঢেউ শান্ত থাকলেও হঠাৎ বড় ঢেউ এসে ওদের টেনে নিয়ে যায়।”
৮ জুলাই, ২০২৫
কক্সবাজারের উখিয়ার জালিয়ার মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দী মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে খালে ভাসমান মরদেহ দেখে শনাক্ত করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।নিহত কামাল হোসাইন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।স্থানীয়রা বলছেন, তাকে ...
৮ জুলাই, ২০২৫
৭ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
৬ জুলাই, ২০২৫
৮ জুলাই, ২০২৫
কক্সবাজারের উখিয়ার জালিয়ার মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দী মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে খালে ভাসমান মরদেহ দেখে শনাক্ত করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।নিহত কামাল হোসাইন উখিয়া উপজেলার জালি...