নিষিদ্ধ ট্রেইল অভিযানে মিরসরাইয়ে দুই পর্যটকের মৃত্যু, আহত ৩

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৯/৭/২০২৫, ৫:৫৮:৫৮ PM

নিষিদ্ধ ট্রেইল অভিযানে মিরসরাইয়ে দুই পর্যটকের মৃত্যু, আহত ৩

মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার নিষিদ্ধ মেলখুম ট্রেইলে ঘুরতে এসে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।


বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রেইল অভিযানে নিহত হওয়া দুই পর্যটকের নাম- গালিব (২২) ও রিদয় (২২)। এছাড়াও আহতরা হলেন মো. মিরাজ, রায়হান ও ফাহিম। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফেনী থেকে মঙ্গলবার সকালে তিন বন্ধু মিলে মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। পরে তাদের সাথে স্থানীয় আরও দুজন যোগ দেন। কিন্তু রাত হলেও তারা ফিরে না আসায় বুধবার সকালে খোঁজাখুঁজি শুরু হয়।

জয়নাল আবেদীন তিতাস জানান, পর্যটক নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। দুপুর আড়াইটার দিকে গালিব ও রিদয়ের মরদেহ উদ্ধার করা হয়। আহত তিনজনকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলটি দীর্ঘদিন ধরেই দুর্গম ও বিপজ্জনক হওয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও নিয়মিতই সেখানে পর্যটকদের যাতায়াত বেড়েছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর

চট্টগ্রাম উত্তর ক্যাটাগরি থেকে আরো

রাঙ্গুনিয়ায় তীব্র ঝড়ে ধসে পড়েছে ৫টি ঘর, উপড়ে পড়েছে গাছ, বিধ্বস্ত হয়েছে সড়ক

রাঙ্গুনিয়ায় তীব্র ঝড়ে ধসে পড়েছে ৫টি ঘর, উপড়ে পড়েছে গাছ, বিধ্বস্ত হয়েছে সড়ক

১০ জুলাই, ২০২৫

রাঙ্গুনিয়ায় তীব্র ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ভারী বৃষ্টি ও ধমকা বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ধসে পড়েছে ৫টি বসতঘর এবং বিভিন্ন স্থানে সড়ক ধসের খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে একাধিক জনগু...