চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১০/৭/২০২৫, ২:৫১:৪০ PM

চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ।


জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গতবছর পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। মোট পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, গতবারের চেয়ে ২ শতাংশ কমেছে৷ ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫ দশমিক ০২ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিকে ১৩৮ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ মে) শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ পারভেজ সাজ্জাদ চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। যেখানে ৬১৬৬৩ জন ছাত্র এবং ৭৮৭২৫ জন ছাত্রী। তাদের মধ্যে ১০১১৮১ জন (৪৪৩৫৩ জন ছাত্র এবং ৫৬৮২৮ জন ছাত্রী) উত্তীর্ণ হয়েছে। এর আগেরবার অংশ নিয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী।

ক্যাটাগরি:
চট্টগ্রাম

চট্টগ্রাম ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে আবারো শীর্ষে কলেজিয়েট স্কুল, দ্বিতীয় খাস্তগীর

চট্টগ্রামে আবারো শীর্ষে কলেজিয়েট স্কুল, দ্বিতীয় খাস্তগীর

১০ জুলাই, ২০২৫

চট্টগ্রাম বোর্ডে এবারও এসএসসি পরীক্ষায় পাসের হার ও সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে শীর্ষস্থান ধরে রেখেছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। বিদ্যালয়টি শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তির রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (১০ জুলা...