কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন পূর্ব সীমান্তে মাছ শিকারকালে দ্বীপের ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
স্থানীয় জেলেদের অভিযোগ, ওই পূর্ব সীমান্তে যুগ যুগ ধরে বাংলাদেশি জেলেরা মাছ শিকার করে আসছেন। সোমবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ফিশিং বোটগুলো ধরে নিয়ে যায় বলে দ্বীপবাসীরা জানিয়েছেন।
জানা যায়, অপহৃত বোট তিনটি সেন্টমার্টিন দ্বীপের ৭নং ওয়ার্ডের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীনের মালিকানাধীন। প্রতিটি বোটে ৬ জন করে মোট ১৮ জন মাঝিমাল্লা ছিলেন।
সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, “সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পূর্ব সীমান্তের সাগরে মাছ শিকারকালে তিনটি ফিশিং বোটসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন বাহিনীকে জানানো হয়েছে।”
উল্লেখ্য, গত আগস্ট মাসেও অর্ধশতাধিক জেলেকে ফিশিং বোটসহ ধরে নিয়ে যায় আরাকান আর্মি। যাদের এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রণয়নের অর্থ আসন্ন উচ্ছেদ কার্যক্রম।...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা স...