বলিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা শাহরুখ খান। যিনি ইন্ডাস্ট্রির বাদশাহ নামে পরিচিত। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এবারই প্রথম জাতীয় পুরস্কার পেলেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে অনুষ্ঠিত ৭১তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন শাহরুখ খান। এ সময় পুরো অডিটোরিয়ামে উপস্থিত দর্শক ও ভক্তরা তাকে করতালি দিয়ে অভ্যর্থনা জানান।
শাহরুখ খানের এই অর্জনে উচ্ছ্বসিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা যেমন আনন্দ প্রকাশ করেছেন, তেমনি আপ্লুত হয়েছেন স্ত্রী গৌরী খানও। ইনস্টাগ্রামে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, কি অসাধারণ যাত্রা ছিল তোমার। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন। তুমিই যোগ্য বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল এটি। এই পুরস্কারের জন্য আমি একটি বিশেষ মান্টাল ডিজাইন করছি।