খাগড়াছড়ি পৌর শহরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পৌর প্রশাসন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে টানা দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। শহরের শুটকি বাজার, পানবাজার, নিচের সবজি বাজার ও মসজিদ মার্কেট এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
এসময় তিন দোকানিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও নোমান ইবনে হাফিজ।