বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১ ডিসেম্বর, ২০২৫

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেছেন।
সকাল ১১টায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, ড. রেজা কিবরিয়া একজন প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ এবং জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ। তিনি বলেন, বিএনপি আগামী দিনে মেধাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও অগ্রচিন্তার রাজনীতি গড়ে তুলতে চায়। রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারে মেধাবী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বিএনপিতে যোগদান প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, তিনি বিএনপিতে যোগ দিয়ে গর্বিত। তাঁর ভাষায়, বিএনপির ইতিহাসই গণতন্ত্রের ইতিহাস। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে দুইবার গণতন্ত্র রক্ষা হয়েছে—যা একটি অনন্য উদাহরণ। জিয়াউর রহমানকে তিনি নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সবাই মিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সহযোগিতা করে নতুন বাংলাদেশ নির্মাণে কাজ করতে চান।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে ড. রেজা কিবরিয়াকে দলে স্বাগত জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উচ্চপদে দায়িত্ব পালন থেকে শুরু করে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা—সব মিলিয়ে রেজা কিবরিয়া দেশের একজন বিশিষ্ট সন্তান। ২০১৮ সালে তিনি যুক্তফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলেও উল্লেখ করেন ফখরুল।
জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ড. রেজা কিবরিয়া। বিএনপি ইতোমধ্যে ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে, যেখানে হবিগঞ্জ-১ আসনটি এখনো শূন্য রাখা হয়েছে।
সিটিজিপোস্ট/জাউ




