এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান, আজ লন্ডনে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫ ডিসেম্বর, ২০২৫

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান, আজ লন্ডনে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় যাত্রা পিছিয়ে গেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। শারীরিক অবস্থা উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত সাপেক্ষে খালেদা জিয়াকে আগামী রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হতে পারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। তিনি বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন।”

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি–৩০২ ফ্লাইট সকাল ১০টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে আবার লন্ডনে ফিরে যাওয়ার কথ রয়েছে তার।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছিলেন, গতরাত কিংবা আজ সকালেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি ছিল। যাত্রাপথে তার সঙ্গে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এবং অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানদের একটি দল থাকার পরিকল্পনাও জানানো হয়।

উল্লেখ্য, নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে তিনি কিডনি, হৃদরোগ ও নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হওয়ায় ১ ডিসেম্বর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় তত্ত্বাবধান করছে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দলও বোর্ডে যুক্ত হয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে এবং চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত দিলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়