চট্টগ্রামে আবারো শীর্ষে কলেজিয়েট স্কুল, দ্বিতীয় খাস্তগীর

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১০/৭/২০২৫, ৪:৫৬:১২ PM

চট্টগ্রামে আবারো শীর্ষে কলেজিয়েট স্কুল, দ্বিতীয় খাস্তগীর

চট্টগ্রাম বোর্ডে এবারও এসএসসি পরীক্ষায় পাসের হার ও সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে শীর্ষস্থান ধরে রেখেছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। বিদ্যালয়টি শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তির রেকর্ড গড়েছে।


বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

ফলাফলে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কলেজিয়েট স্কুল থেকে মোট ৪০৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৪৯ জনই জিপিএ-৫ অর্জন করেছে, যা বোর্ডজুড়ে সর্বোচ্চ। উল্লেখ্য, গত বছরও স্কুলটি চট্টগ্রাম বোর্ডে শীর্ষ অবস্থানে ছিল।

অন্যদিকে, জিপিএ-৫ অর্জনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ড. খাস্তগীর সরকারি গার্লস হাই স্কুল। প্রতিষ্ঠানটি থেকে এবারে পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৮৭ জন, যার মধ্যে ৩৩৯ জন জিপিএ-৫ পেয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২২ জন জিপিএ-৫ অর্জন করেছে।

চট্টগ্রামে শীর্ষ দশে থাকা বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল:

প্রতিষ্ঠান: বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ:

ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী: ৫৬১, উপস্থিত: ৫৬১, উত্তীর্ণ: ৫৪৮, পাশের শতাংশ: ৯৭.৬৮, জিপিএ 5: ৩১০ }

প্রতিষ্ঠান: নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়:

ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী:৫১৮, উপস্থিত: ৫১৮, উত্তীর্ণ: ৪৯৭, পাশের শতাংশ: ৯৫.৯৫, জিপিএ 5: ২৭৩ }

প্রতিষ্ঠান: চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:

ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী: ৩২১, পরীক্ষার্থী: ৩২১, উত্তীর্ণ: 315, পাশের শতাংশ: ৯৮.১৩, জিপিএ 5:২০৯ }

প্রতিষ্ঠান: চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়:

ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী: ৩৩০, উপস্থিত:৩৩০, উত্তীর্ণ:৩২১, পাশের শতাংশ:৯৭.২৭, জিপিএ 5: ২০৮ }

প্রতিষ্ঠান: বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়:

ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী:৪৭২, উপস্থিত:৪৭২, উত্তীর্ণ: ৪৪৮, পাশের শতাংশ: ৯৪.৯২, জিপিএ 5: ২০৩ }

প্রতিষ্ঠান: শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:

ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী: ২৬৬, উপস্থিত:২৬৬, উত্তীর্ণ: ২৫৮, পাশের শতাংশ: ৯৬.৯৯, জিপিএ 5: ১৩৩ }

প্রতিষ্ঠান: হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম:

ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী: ১৬৯, উপস্থিত: ১৬৯, উত্তীর্ণ: ১৬৯, পাশের শতাংশ: ১০০, জিপিএ 5: ১০৫ }

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গতবছর পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। মোট পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।

ক্যাটাগরি:
চট্টগ্রাম

চট্টগ্রাম ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

১০ জুলাই, ২০২৫

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গতবছর পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। মোট পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।ব...