চট্টগ্রাম বোর্ডে এবারও এসএসসি পরীক্ষায় পাসের হার ও সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে শীর্ষস্থান ধরে রেখেছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। বিদ্যালয়টি শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তির রেকর্ড গড়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
ফলাফলে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কলেজিয়েট স্কুল থেকে মোট ৪০৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৪৯ জনই জিপিএ-৫ অর্জন করেছে, যা বোর্ডজুড়ে সর্বোচ্চ। উল্লেখ্য, গত বছরও স্কুলটি চট্টগ্রাম বোর্ডে শীর্ষ অবস্থানে ছিল।
অন্যদিকে, জিপিএ-৫ অর্জনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ড. খাস্তগীর সরকারি গার্লস হাই স্কুল। প্রতিষ্ঠানটি থেকে এবারে পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৮৭ জন, যার মধ্যে ৩৩৯ জন জিপিএ-৫ পেয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২২ জন জিপিএ-৫ অর্জন করেছে।
চট্টগ্রামে শীর্ষ দশে থাকা বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল:
প্রতিষ্ঠান: বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ:
ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী: ৫৬১, উপস্থিত: ৫৬১, উত্তীর্ণ: ৫৪৮, পাশের শতাংশ: ৯৭.৬৮, জিপিএ 5: ৩১০ }
প্রতিষ্ঠান: নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়:
ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী:৫১৮, উপস্থিত: ৫১৮, উত্তীর্ণ: ৪৯৭, পাশের শতাংশ: ৯৫.৯৫, জিপিএ 5: ২৭৩ }
প্রতিষ্ঠান: চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:
ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী: ৩২১, পরীক্ষার্থী: ৩২১, উত্তীর্ণ: 315, পাশের শতাংশ: ৯৮.১৩, জিপিএ 5:২০৯ }
প্রতিষ্ঠান: চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়:
ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী: ৩৩০, উপস্থিত:৩৩০, উত্তীর্ণ:৩২১, পাশের শতাংশ:৯৭.২৭, জিপিএ 5: ২০৮ }
প্রতিষ্ঠান: বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়:
ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী:৪৭২, উপস্থিত:৪৭২, উত্তীর্ণ: ৪৪৮, পাশের শতাংশ: ৯৪.৯২, জিপিএ 5: ২০৩ }
প্রতিষ্ঠান: শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:
ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী: ২৬৬, উপস্থিত:২৬৬, উত্তীর্ণ: ২৫৮, পাশের শতাংশ: ৯৬.৯৯, জিপিএ 5: ১৩৩ }
প্রতিষ্ঠান: হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম:
ছাত্রছাত্রীর সংখ্যা: { পরীক্ষার্থী: ১৬৯, উপস্থিত: ১৬৯, উত্তীর্ণ: ১৬৯, পাশের শতাংশ: ১০০, জিপিএ 5: ১০৫ }
এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, গতবছর পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। মোট পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।
২৩ আগস্ট, ২০২৫
সিটিজি পোস্টের পৃষ্ঠপোষকতায় সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টার-ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন ‘দ্য ব্যাটল অব ব্রেইনস ২০২৫।দুইদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার তিনটি ট্যাব রাউন্ড শেষে শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় সেমিফাইনাল পর্ব। সেমিফাইনাল শেষে ফাইনালে জায়গা করে নেয় টিম ‘ফোর জিরো ফোর নট ফাউন্ড’ ও টিম ‘ক্লস ক্রাশা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
সিটিজি পোস্টের পৃষ্ঠপোষকতায় সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টার-ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন ‘দ্য ব্যাটল অব ব্রেইনস ২০২৫।দুইদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার তিনটি ট্যাব রাউন্ড শেষে শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় সে...