রাঙ্গুনিয়ার হোছনাবাদে হুমাম কাদের চৌধুরীর উঠান বৈঠক

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১১ নভেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ার হোছনাবাদে হুমাম কাদের চৌধুরীর উঠান বৈঠক

উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমাম কাদের চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার ২নং হোছনাবাদ ইউনিয়নের মির্জা নাজিম উদ্দিন খোকনের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহ যোগ দেন।

মির্জা নাজিম উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ আওয়ামী সরকারের সময়ের নির্যাতন-নিপীড়নের চিত্র তুলে ধরেন এবং দলের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুহাম্মদ শওকত আলী নূর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদার, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনছুর উদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর এলাহী, উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ওসমান গনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য আবুল হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, “আমাকে যখন গুম করে নিয়ে যাওয়া হয়, তখন ভাবতাম হয়তো আর কারো সঙ্গে দেখা করতে পারব না। আজ আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ার বরকতে। মির্জা খোকন চাচা আমার বাবার পুরনো কর্মী, তার আহ্বানে সাড়া দিয়েই আজ এই উঠান বৈঠকে এসেছি। আপনাদের কাছে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিতে এসেছি।”

তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে রাঙ্গুনিয়াবাসীর ঋণ শোধের সুযোগ দিয়েছেন। আপনারা ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে আমার বাবার মতো দুর্নীতিমুক্তভাবে অবহেলিত রাঙ্গুনিয়ার উন্নয়নের দায়িত্ব নিতে চাই, ইনশাআল্লাহ।”

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর