কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, "দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।"
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "নির্বাচনকে প্রলম্বিত করার মাধ্যমে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠাই হবে সবচেয়ে বড় সংস্কার। লন্ডন বৈঠকের পর নির্বাচন ও সংস্কার নিয়ে সৃষ্ট অচলাবস্থা ও অনিশ্চয়তা কেটে গেছে। যারা জটিলতা সৃষ্টি করে রাজনৈতিক সংকট তৈরি করেছিল, তারা আজ অশান্তিতে আছে। এখন তারা আবার নতুন করে জটিলতা সৃষ্টি করতে তৎপর রয়েছে। নানা অজুহাতে তারা বিএনপিকে ঠেকাতে চায়, কিন্তু জনগণ তাদেরই ঠেকিয়ে দেবে।"
তিনি আরও বলেন, "বিএনপি জনগণের দল। বিএনপির বিরুদ্ধে বিশেষ একটি মহল অপপ্রচার চালিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, এখনও শত ষড়যন্ত্র ও অপপ্রচারের পরেও তা সম্ভব হবে না। বিএনপি এ দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছে। ইনশা আল্লাহ, আগামী দিনে জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।"
নেতাকর্মীদের উদ্দেশ্যে মাহবুবের রহমান শামীম বলেন, "জনগণের মন জয় করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা ও দলের অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ গ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করুন।"
সম্মেলনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সারোয়ার জাহান চৌধুরী সভাপতি এবং সুলতান মাহমুদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এটিএম নুরুল বশর চৌধুরী। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্তার আহমেদ, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হাসান সিদ্দিকী প্রমুখ।
সিটিজিপোস্ট/এমএইচডি
২২ আগস্ট, ২০২৫
কক্সবাজারের চকরিয়া থানার হাজত থেকে দুর্জয় (৩২) নামে এক কম্পিউটার অপারেটরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকার বাসিন্দা এবং চকরিয়া মাধ্যমিক শিক্ষা অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।শুক্রবার (২২ আগস্ট) ভোরে চকরিয়া থানা হাজতে এ ঘটনা ঘটে।থানা সূত্রে জানা যায়, চেক প্রতারণার মামলায় গ্রেফতারের পর দু...
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২০ আগস্ট, ২০২৫
২০ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
কক্সবাজারের চকরিয়া থানার হাজত থেকে দুর্জয় (৩২) নামে এক কম্পিউটার অপারেটরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকার বাসিন্দা এবং চকরিয়া মাধ্যমিক শিক্ষা অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।শুক্রবার (২২ আগ...