চট্টগ্রামে ‘স্বপ্নের শৈশব ১১ তম পর্ব': সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী উৎসব
চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২১ নভেম্বর, ২০২৫
চট্টগ্রামের পোস্তারপার সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী শিশু-কেন্দ্রিক বিশেষ আয়োজন ‘স্বপ্নের শৈশব – পর্ব ১১’।
আজ শুক্রবার (২১ নভেম্বর) ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চট্টগ্রাম জেলার উদ্যোগ আয়োজিত এ প্রোগ্রামে অংশ নেয় ১০০ জন সুবিধাবঞ্চিত শিশু এবং ১৫০ জন স্বেচ্ছাসেবক।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, দলগত খেলা, সৃজনশীল কার্যক্রম ও শিশু-বান্ধব সেশনে আনন্দ, শেখা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় কাটায় অংশগ্রহণকারী শিশুরা। পুরো আয়োজনের পরিচালনা, ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের দায়িত্ব পালন করেন স্বেচ্ছাসেবীরা।
আয়োজনের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ–চট্টগ্রাম জেলা সভাপতি ইবথিদ ইয়াছার জিনান। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
ইভেন্টটিকে আরও তাৎপর্যময় করে তুলতে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশন ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের এসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ মুহাম্মদ মুজতাবা। তিনি বলেন, এমন মানবিক উদ্যোগ শিশুদের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকদের মতে, ‘স্বপ্নের শৈশব – পর্ব ১১’ শুধু একটি অনুষ্ঠান নয়; এটি শিশুদের আনন্দ, ভালোবাসা ও বিকাশের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের একটি বাস্তব প্রয়াস। ভলান্টিয়ার ফর বাংলাদেশ–চট্টগ্রাম জেলা আশা করছে, তরুণ স্বেচ্ছাসেবীদের নেতৃত্ব ও মানবিকতার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও সমাজে ইতিবাচক প্রভাব রাখবে।
সিটিজিপোস্ট/জাউ




