রামগড় উপজেলার পাহাড়ি এলাকায় অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার দায়িত্বে থাকা মো. ফজলুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া নষ্ট ও বাতিল ব্যাটারি গলানো হতো ওই কারখানায়। এতে স্থানীয় কৃষিজমি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পাশাপাশি সেখানে কর্মরত শ্রমিকরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ছিলেন।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।