মিস ইউনিভার্সে ইতিহাস গড়ার পথে ফিলিস্তিনি মডেল

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২০ আগস্ট, ২০২৫

মিস ইউনিভার্সে ইতিহাস গড়ার পথে ফিলিস্তিনি মডেল

দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনের কোনো প্রতিযোগী অংশ নিতে যাচ্ছেন। ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশটির প্রতিনিধিত্ব করবেন খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব।

২৭ বছর বয়সী নাহিন আইয়ুব ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। শুধু সৌন্দর্য প্রতিযোগিতায় নয়, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত ফিলিস্তিনের দুর্দশা, বিশেষ করে গাজার যুদ্ধবিধ্বস্ত বাস্তবতা তুলে ধরেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেইসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।”

বিশ্বজুড়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবির মধ্যেই আসছে এই ঐতিহাসিক অংশগ্রহণ। বর্তমানে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। এতে ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। মিস ইউনিভার্স অর্গানাইজেশন ইতোমধ্যেই নাহিন আইয়ুবকে স্বাগত জানাতে আগ্রহ প্রকাশ করেছে।

ক্যাটাগরি:
বিনোদন