উখিয়া-টেকনাফে বিএনপির প্রচারণা ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক
বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরীকে স্থানীয়দের উদ্দেশে বলতে শোনা যায়— বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আমরা সবাই ভাই ভাই
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও জেলা সভাপতি শাহজাহান চৌধুরীর নির্বাচনী প্রচারণাকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে উখিয়ার দক্ষিণ হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরীকে স্থানীয়দের উদ্দেশে বলতে শোনা যায়— বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আমরা সবাই ভাই ভাই। শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাই।
ভিডিওটি প্রকাশের পরপরই দল ও জনসাধারণের মাঝে সমালোচনার ঝড় ওঠে। অনেক সিনিয়র নেতার মতে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘ভাই’ বলে উল্লেখ করা আসলে বিভ্রান্তিকর বার্তা, যা বিএনপির নির্বাচনী কৌশলকে দুর্বল করে দিতে পারে। তৃণমূল নেতারা মনে করছেন, ‘‘এই ধরনের বক্তব্য ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর শামিল।’’
এ বিষয়ে জামাল মাহমুদ চৌধুরী দাবি করেছেন, "সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলার সময় তিনি ওইভাবে কথা বলেছেন। কিন্তু ভিডিওর কিছু অংশ কেটে তা প্রচার করা হয়েছে।’’
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, "উখিয়া-টেকনাফ আসন সবসময়ই স্পর্শকাতর। সামান্য বক্তব্যও নির্বাচনী মাঠে বড় প্রভাব ফেলতে পারে। বিতর্কিত মন্তব্য দলের ভেতরে বিভক্তি ও অনাস্থা বাড়াতে পারে।
সিটিজিপোস্ট/ এসএইচএস
.jpg&w=3840&q=75)



