চট্টগ্রাম ও কক্সবাজারে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম ও কক্সবাজারে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন ও নদীবন্দর কর্তৃপক্ষকে সতর্কভাবে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ক্যাটাগরি:
চট্টগ্রামকক্সবাজারআবহাওয়া