বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আবাসিক থানা নেতৃবৃন্দের সাথে 'আন্দোলন ও নির্বাচন' বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর দেওয়ান বাজারস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতির বক্তব্যে মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগীরা সক্রিয় হয়ে উঠেছে। রিফাইন্ড লীগ, জাতীয় পার্টিসহ নানা নামে বেনামে ৩৬ জুলাই বিপ্লবের অর্জনকে নষ্ট করে দেয়ার জন্য উঠেপড়ে লেগেছে। তারা নিষিদ্ধ পার্টির দোসর ও সুবিধাভোগী হিসেবে ফ্যাসিবাদের পুনর্বাসন চায়। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নির্বাহী আদেশ বলে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জুলাই সনদের আইনি মর্যাদা এবং জুলাই ঘোষণাপত্রের গ্যাজেট প্রকাশ করে দু'হাজার শহীদ, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণকারী ও নির্যাতিত হাজার হাজার জুলাই যোদ্ধাদের স্বপ্ন একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে মজবুত জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। পিআর সিস্টেমে জাতীয় নির্বাচনের গণ দাবি মেনে নিতে হবে এবং নির্বাচনের কাঙ্খিত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রয়োজনীয় সংস্কার ও খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে। ফ্যাসিবাদের পুনর্বাসন কখনো মেনে নেয়া হবে না ইনশা-আল্লাহ্।
এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহাগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনূস, মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী ও মাহমুদুল আলমসহ অনেকেই।
সিটিজিপোস্ট/এমএইচডি
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আট দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করে প্যানেলটি।উক্ত সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাজ্জাদ হো...
৮ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আট দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করে ...