Hult Prize CIU 2025 এর সেমিফাইনালে শীর্ষ ৮ দল
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২০ ফেব্রুয়ারী, ২০২৫

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজের ক্যাম্পাস পর্বের প্রতিযোগিতার পর সেমিফাইনালের জন্য নির্বাচিত শীর্ষ ৮ দলের নাম ঘোষণা করা হয়েছে। কঠোর পরিশ্রম, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতার মাধ্যমে এই দলগুলো নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে।
সেমিফাইনালে পৌঁছানো দলগুলো হলো—Velsiri, elevatorX, 4 Musketeers, Denapaona, Solution Squad, Adeptus Statigica, The Finest এবং Trifecta Pitch।
সেমিফাইনাল পর্ব হবে আরও প্রতিযোগিতাপূর্ণ ও কৌশলনির্ভর। এখান থেকে নির্বাচিত দলই চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে, যেখানে তারা বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।
যারা এবার সেমিফাইনালে উঠতে পারেননি, তাদের জন্য এটি শেষ নয় বরং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সুযোগ। তাদের প্রচেষ্টা এবং উদ্ভাবনী চিন্তাধারা প্রশংসার দাবিদার, এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য পথচলা অব্যাহত রাখার আহ্বান জানানো হচ্ছে।
সেমিফাইনাল ও পরবর্তী ধাপের আপডেটের জন্য সবাইকে সাথে থাকার আহ্বান জানানো হচ্ছে।




