ঐক্যফ্রন্ট থেকে গণঅধিকার, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৫

ঐক্যফ্রন্ট থেকে গণঅধিকার, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ও গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন (নবীগঞ্জ-বাহুবল) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে রেজা কিবরিয়া বলেন, “ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি।”

বিএনপি সূত্রে জানা গেছে, এখনো হবিগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়নি। এ আসনটি ফাঁকা রেখেছে দলটি। তবে রেজা কিবরিয়ার নাম সেখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তিনি পরাজিত হন। পরে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন রেজা কিবরিয়া।

তবে রাজনৈতিক মতপার্থক্যের কারণে নুর ও রেজা কিবরিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। পরে দলটি দুই ভাগে বিভক্ত হয়—এক অংশের নেতৃত্বে নুর, অন্য অংশের নেতৃত্বে রেজা কিবরিয়া। ধীরে ধীরে তিনি নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নেন এবং গণঅধিকার পরিষদের পদ থেকেও সরে দাঁড়ান।

দীর্ঘ বিরতির পর এবার তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরছেন বিএনপির পতাকাতলে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়রাজনীতি