জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৪টায় আন্দরকিল্লা জামে মসজিদের উত্তর গেইটে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী কোতোয়ালী থানার উদ্যোগে এক সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় রিয়াজুদ্দীন বাজার স্টেশন রোডে অবস্থিত নুপুর মার্কেট চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোতোয়ালী থানা আমীর আমির হোছাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, আমরা লক্ষ্য করছি, দেশে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। এই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের নামে-বেনামে আওয়ামীলীগকে আবার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। অবিলম্বে জাতীয় পার্টিসহ ১৪ দলের কর্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, ২ হাজার শাহাদাতের বিনিময়ে আমরা এই ৩৬ শে জুলাই পেয়েছি। এই জুলাই সনদকে আইনী মর্যাদা দিতে হবে এবং জুলাই ঘোষণা পত্রের গেজেট প্রকাশ করতে হবে। প্রত্যেক ভোটারকে মর্যাদা দিতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুারিতেই জুলাই সনদের আলোকে নির্বাচন দিতে হবে। নির্বাচন পেছানো যাবে না।
এসময় কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোতোয়ালী থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, থানা কর্মপরিষদ সদস্য মাওলান মুহাম্মদ ফেরদাউস ও মাওলানা আজগর হাছান।
সিটিজিপোস্ট/এমএইচডি
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আট দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করে প্যানেলটি।উক্ত সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাজ্জাদ হো...
৮ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আট দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করে ...