সাতকানিয়া থানাধীন ঢেমশা গ্রামের বটতলী রেল ক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়
চট্টগ্রামের সাতকানিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি জানায়, "শনিবার (তারিখ) দুপুর আড়াইটার দিকে সাতকানিয়া থানাধীন ঢেমশা গ্রামের বটতলী রেল ক্রসিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নোহা গাড়ি থেকে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনটি মোবাইল ফোনসহ তিন যুবককে আটক করা হয়।"
গ্রেপ্তারকৃতরা হলেন: মোহাম্মদ ফেরদৌস (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩)।
ডিএনসির চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, "গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে এই তিনজন ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। গ্রেপ্তার এড়াতে তারা সাতকানিয়া-বাঁশখালী সড়ক ব্যবহার করে পালানোর চেষ্টা করলেও ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।"
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি।
সিটিজিপোস্ট/ এসএইচএস
২ অক্টোবর, ২০২৫
আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমাবেশে বক্তারা বলেছেন, "জুলাই বিপ্লবের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে। সরকার দুই তিনটি দল নিয়ে ক্ষমতা ভাগাভাগির মোহে ডুবে আছে। ক্ষমতার ভাগাভাগির এই রাজনীতি জনগন মেনে নেবে না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসন জরুরি। কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে।...
২ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমাবেশে বক্তারা বলেছেন, "জুলাই বিপ্লবের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে। সরকার দুই তিনটি দল নিয়ে ক্ষমতা ভাগাভাগির মোহে ডুবে আছে। ক্ষমতার ভাগাভাগির এই রাজনীতি জনগন মেনে নেবে না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্ন...