সাতকানিয়ায় নোহা গাড়ি থেকে ৪৫ হাজার ইয়াবা উদ্ধার: ৩ যুবক গ্রেপ্তার

সাতকানিয়া থানাধীন ঢেমশা গ্রামের বটতলী রেল ক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়

সিটিজি পোস্ট প্রতিবেদক

সাতকানিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সাতকানিয়ায় নোহা গাড়ি থেকে ৪৫ হাজার ইয়াবা উদ্ধার: ৩ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি জানায়, "শনিবার (তারিখ) দুপুর আড়াইটার দিকে সাতকানিয়া থানাধীন ঢেমশা গ্রামের বটতলী রেল ক্রসিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নোহা গাড়ি থেকে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনটি মোবাইল ফোনসহ তিন যুবককে আটক করা হয়।"

গ্রেপ্তারকৃতরা হলেন: মোহাম্মদ ফেরদৌস (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩)।

ডিএনসির চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, "গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে এই তিনজন ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। গ্রেপ্তার এড়াতে তারা সাতকানিয়া-বাঁশখালী সড়ক ব্যবহার করে পালানোর চেষ্টা করলেও ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।"

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি।

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ