আনোয়ারায় ইসলামী ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত

সিটিজি পোস্ট প্রতিবেদক

আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২ অক্টোবর, ২০২৫

আনোয়ারায় ইসলামী ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমাবেশে বক্তারা বলেছেন, "জুলাই বিপ্লবের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে। সরকার দুই তিনটি দল নিয়ে ক্ষমতা ভাগাভাগির মোহে ডুবে আছে। ক্ষমতার ভাগাভাগির এই রাজনীতি জনগন মেনে নেবে না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসন জরুরি। কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘি মোড়ে একটি কনভেনশন হলে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা আনোয়ারা উপজেলার আয়োজিত প্রীতি সমাবেশে মাওলানা আহমদ নুর আলকাদেরী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। উদ্বোধক ছিলেন বিভাগীয় সাংগঠনিক সচিব এস এম শাহজাহান, প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নতের কো-চেয়ারম্যান ড. এম এ অদুদ, ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এড. আবু নাছের তালুকদার, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার সভাপতি ফেরদৌসুল আলম খান আল কাদেরী, মাস্টার আবুল হোসেন, জসিম উদ্দিন, মনির আহমদ আনোয়ারী, মোরশেদুল আলম মুন্সী, মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ দিদারুল ইসলাম, মোহাম্মদ ওসমান, মাওলানা মফিজ উল্লাহ সহ আরও অনেক।

সুন্নিপন্থি তিন রাজনৈতিক দলের নির্বাচনী জোট গঠনের পর এটি ছিল প্রথম সমাবেশ। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে জোরালো প্রচারণা চলছিল। আনোয়ারা-কর্ণফুলীর বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী এতে যোগ দেন। আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি জানান দিতে এটি নির্বাচনী শোডাউনে পরিণত হয়।

মাওলানা এম এ মতিন বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনরায়ে নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা ছেড়ে দিতে হবে। সাধারণ মানুষ ভালো নেই। জিনিসপত্রের দাম ঊর্ধমুখী। আইনশৃংখলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সুন্নিপন্থি প্রার্থীদের বিজয়ী করাটাই হবে সুশাসনের একমাত্র পথ। সুন্নিয়তের রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়া হবে।"

ড. এম এ অদুদ বলেন, "সাধারণ জনগণকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে। মাওলানা এস এম শাহজাহান আনোয়ারা-কর্ণফুলীর গণমানুষের প্রিয় মুখ। সুদৃঢ ঐক্যের মাধ্যমে বিজয় গড়ে তুলতে হবে।

অ্যাড. আবু নাছের তালুকদার বলেন, "আনোয়ারা-কর্ণফুলী সুন্নিয়তের উর্বর ভূমি। এখানে যোগ্য নেতা আছেন। আগামীতে কুরআন-সুন্নাহর প্রতিনিধিকে সংসদে পাঠাতে এক হয়ে কাজ করতে হবে।"

মাওলানা এস এম শাহজাহান বলেন, "নির্বাচনে যে-ই প্রার্থী হোক ঐক্যের বিকল্প নাই। মানুষ সুশাসন চাই। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন সময়ের দাবি।"

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ