দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত প্রার্থী ডা. ফরিদুল আলম
পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার (১ অক্টোবর) রাতে তিনি পটিয়া উপজেলা ও পৌরসভার একাধিক পূজামণ্ডপে গিয়ে পূজারীবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জামায়াতের আমির জসীম উদ্দীন, কালারপোল সাংগঠনিক থানার আমির এস. এম. নাছির উদ্দীন, পৌর আমির মাস্টার সেলিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম, কালারপোল সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহীম, ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডা. ফরিদুল আলম পূজামণ্ডপ পরিদর্শন শেষে বলেন, "এ দেশে প্রত্যেক ধর্মের মানুষের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছি। আমরা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়তে চাই। পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি সামাজিক সম্প্রীতি ও মিলনের উৎসব।”
সিটিজিপোস্ট/ এসএইচএস




