'দ্যা টেট্রা ফুটবল টুর্নামেন্ট ২৫' এর চ্যাম্পিয়ন ফিয়ারসি স্ট্রাইক
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শক্তিশালী দল ফিয়ারসি স্ট্রাইক।রানার্স আপ হয়েছে লিগ্যাসি লায়ন্স
পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২ অক্টোবর, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দ্যা 'টেট্রা ফুটবল টুর্নামেন্ট ২৫' (সিজন–৫)। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শক্তিশালী দল ফিয়ারসি স্ট্রাইক।রানার্স আপ হয়েছে লিগ্যাসি লায়ন্স।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট চারটি দল: ফাইটার বিস, লিগ্যাসি লায়ন্স, শার্প স্যুটারস এবং ফিয়ারসি স্ট্রাইক।
জমজমাট লড়াই শেষে ফাইনালে ফিয়ারসি স্ট্রাইক তাদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা ঘরে তোলে।
টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা মঈনুল ইসলাম এবং সহকারী উপদেষ্টা আবু সায়েম ইমন। টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম হৃদয়, মোহাম্মদ হাসান, তানজীর উদ্দীন চৌধুরী ও মোহাম্মদ নিজাম আলমদার। এছাড়া মিডিয়া টিমে ছিলেন আহাদ মনসুর ইমরান, সাকিব চৌধুরী ও রবিউল হাসান।
টুর্নামেন্ট শেষে আয়োজকরা জানান, "দ্যা টেট্রা ফুটবল টুর্নামেন্ট শুধুই একটি খেলা নয়, এটি খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম।"
সিটিজিপোস্ট/ এসএইচএস




