টেকনাফে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ২০

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১ নভেম্বর, ২০২৫

টেকনাফে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ২০

টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হ্নীলায় মোটরসাইকেল ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন।


শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

টেকনাফ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী ‘মা বাবার দোয়া’ নামের একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হ্নীলা ওয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে জকির আহমদ (৪০) মারা যান। তাঁর সঙ্গে থাকা আরোহী মো. সিফাত (১৪) গুরুতর আহত হন। মিনিবাসের ৩৫ যাত্রীর মধ্যে অন্তত ১৯ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন—শাহপরীরদ্বীপের মেহেদী হাসান (১৮), কাউসার বিবি (৩৫), জান্নাত আরা (২০), লেদা মোচনীর আবু বকর ছিদ্দিক (১৭) ও লেদার অছিউদ্দিন (২৮)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লেদা আইওএম হাসপাতাল ও আলিফ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

ক্যাটাগরি:
কক্সবাজার