স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ইউরোপের আরেক দেশ পর্তুগাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আগামীকাল রোববার এ ঘোষণা দেবে দেশটি। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত সপ্তাহে যুক্তরাজ্য সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি লিসবনের বিবেচনায় রয়েছে। সেই ধারাবাহিকতায় নিউইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে এ পদক্ষেপ নিতে যাচ্ছে পর্তুগাল।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্য রাষ্ট্রের মধ্যে অল্প কয়েকটি দেশ এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে সুইডেন ও সাইপ্রাস স্বীকৃতি দিয়েছিল। ২০২৪ সালের মে মাসে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর স্পেন প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এরপর আয়ারল্যান্ড ও নরওয়ে একই পথ অনুসরণ করে। এবার ইইউ জোটের চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল।
তবে লিসবন জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকেই তারা সমর্থন করবে। আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না দেশটি।
২০ সেপ্টেম্বর, ২০২৫
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ মোট নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। একইসঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক নাগরিকরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।ইউএই অভিবাসন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো: আফগানিস্তান, লিবিয...
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ মোট নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। একইসঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক নাগরিকরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ব...