নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন: প্যারাডাইস সুইটসকে তিন লাখ টাকা জরিমানা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৪ নভেম্বর, ২০২৫

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন: প্যারাডাইস সুইটসকে তিন লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অবস্থিত প্যারাডাইস সুইটসকে অস্বাস্থ্যকর, অপরিষ্কার ও পোকামাকড়যুক্ত পরিবেশে মিষ্টিজাত পণ্য উৎপাদনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ নভেম্বর) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস এ অভিযান পরিচালনা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, লেবেলিং প্রবিধানমালা লঙ্ঘন, খোলা অবস্থায় খাদ্য সংরক্ষণসহ বিভিন্ন অসঙ্গতি বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছে। এসব অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রামের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী এবং সিএমপির পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জানুয়ারি একই প্রতিষ্ঠানকে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাত পণ্য প্রস্তুত করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেড় লাখ টাকা জরিমানা করেছিল।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম