কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োগ পাবেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬ নভেম্বর, ২০২৫

কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োগ পাবেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা

বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে জনবল নিয়োগ–সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে। রোববার কাতারের রাজধানী দোহায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানসহ বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রেষণে কাতারের সশস্ত্র বাহিনীতে যোগদানের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে প্রায় ৮০০ সদস্যকে কাতারে পাঠানো হবে, ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে। নির্বাচিত ব্যক্তিরা প্রাথমিকভাবে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন এবং কর্মদক্ষতার ভিত্তিতে তাঁদের মেয়াদ ছয় বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।

প্রেস উইং জানায়, এই চুক্তি বাংলাদেশ ও কাতারের মধ্যকার প্রতিরক্ষা–সহযোগিতা নতুন মাত্রায় উন্নীত করবে। এতে কেবল দুই দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার হবে না, বরং বাংলাদেশের সদস্যরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং দেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

এ ছাড়া কাতারে সফরকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কাতার সরকার, সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং সামরিক শিল্প–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ–সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন।

উল্লেখ্য, গত ২১-২৫ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘আর্থনা’ সম্মেলনে যোগ দিতে কাতার সফর করেন। সেই সফরকালে কাতার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের ফলেই উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে এ চুক্তি দ্রুত স্বাক্ষর সম্ভব হয়েছে বলে প্রেস উইং জানিয়েছে।

ক্যাটাগরি:
জাতীয়